৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

রংপুরের পীরগাছায় সন্ত্রাসী কার্যক্রমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার

3 hours ago
24


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ৫ জন ও ওয়ারেন্টভূক্ত ৩জনসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া (৭২)। তিনি তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের জহির উদ্দিনের ছেলে। উপজেলার পারুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য কামরুজ্জামান পলাশ (৩৮)। তিনি ওই ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের আব্দুল কালামের ছেলে। ৯নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মামুনুর রশিদ (৩৫)। তিনি ওই ইউনিয়নের জগৎপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, খোরশেদ আলম ওরফে মাসুদ রানা (৩৮)। তিনি ওই ইউনিয়নের বিরাহিম গ্রামের আমজাদ হোসেনের ছেলে। কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (৩৯)। তিনি জিগাবাড়ি (ডাক্তারের মোড়) গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পীরগাছা থানার এস,আই শফিকুল ইসলাম আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের নেয় এখানেও অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসী কার্যক্রমে যারাই অংশ নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth