৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

নীলফামারীতে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

3 hours ago
15


৩৪টি ইভেন্টে পুরস্কার পেলো ১০২জন

নীলফামারী প্রতিনিধি:

 নীলফামারীতে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলে মেয়েদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগীতায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রেফারিজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুবন মোহন তরফদার উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ৩৪টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে ৩জনকে পুরস্কার প্রদান করা হয়। আগামী ২৭ডিসেম্বর দিনাজপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth