৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

ভূরুঙ্গামারীতে রক্তমাখা চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

3 hours ago
23


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে কে বা কারা হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে গেছে৷যেখানে একটি সাদা কাগজে রক্ত মাখা একটি পুতুলের ছবি একে তার মাঝে ইংরেজিতে লেখা (ও  শরষষ  ুড়ঁ)। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।

এ ঘটনায় ওই জামায়াত কর্মী রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার জন্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার ( সরকারি কলেজ রোড), বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পায়। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে (ও  শরষষ  ুড়ঁ ) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

এ বিষয়ে শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌছলে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth