৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

3 hours ago
25


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিন এর ছেলে। পাইকেরছড়া ইউ’পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে  পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামের ট্রাক্টর এর চালক ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth