৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

3 hours ago
33


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের কবুলীপাড়া জয়ন্তীঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে সরকারের বালুমহাল হিসেবে ঘোষিত নয়এমন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়াসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বড় ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং অপরাধীদের ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসরণ না করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল সহায়তা প্রদান করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth