৭ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

বদরগঞ্জে ডেভিলহান্টে অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

3 hours ago
12


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন(৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে অভিযানে নিজ বাড়ি থেকে  রাধানগর ইউনিয়নের লালদীঘি এলাকা থেকে তাকেই গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসান জাহিদ সরকার জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রংপুর আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth