ঘোড়াঘাটে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২নং পালশা ইউনিয়নের আমড়া গ্রামে উপজেলা বিএনপির সাবেক সহ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো.সেলিম রেজার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি সাবেক ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, পালশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার প্রমূখ। এছাড়াও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।