৮ পৌষ, ১৪৩২ - ২২ ডিসেম্বর, ২০২৫ - 22 December, 2025

ঘোড়াঘাটে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা নিশ্চিতে অ্যাডভোকেসি সভা

4 hours ago
13


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, সেবা গ্রহণ সহজীকরণ এবং অধিকার সুরক্ষার লক্ষ্যে একটি ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে কারিতাস জার্মানির সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ এর বাস্তবায়নে প্রবীণ ও প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ সংস্থার সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সংস্থার এসডিডিবি প্রকল্পের এনিমেটর আসুস্তা হেমব্রম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সরকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সংস্থার দিনাজপুর আঞ্চলিক অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা বিনয় কুজুর। সভায় বক্তারা বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন সেবা পেতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এক জায়গা থেকেই স্বাস্থ্য, আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা ও পরামর্শমূলক সেবা প্রদান করা গেলে তাদের জীবনমান উন্নত হবে। এজন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার একটি কার্যকর উদ্যোগ হতে পারে বলে মত দেন তারা। সভায় উপস্থিত সূধীজন এ ধরনের কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য কাঠামো এবং কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী নারী ফোরামের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth