গঙ্গাচড়ায় কো-অপারেটিভ সোসাইটি'র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কো-অপারেটিভ সোসাইটি'র উদ্যোগে বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৩৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কেন্দ্র সচিব ও গঙ্গাচড়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ জানান, কো-অপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিযোগিতামূলক এ আয়োজন করা হয়।
গঙ্গাচড়া পল্লী স্মৃতি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও বৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মোঃ শহিদুজ্জামান মুন বলেন, সোমবার একদিনের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি ও পুরস্কার অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক জয়নাল মিয়া বলেন, বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বলেও তিনি মত প্রকাশ করেন।