৮ পৌষ, ১৪৩২ - ২২ ডিসেম্বর, ২০২৫ - 22 December, 2025

রেহানার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল টিম জিয়ন

4 hours ago
14


নিজস্ব প্রতিবেদক:

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় ৪১১তম স্থান অর্জন করা মেধাবী শিক্ষার্থী রেহানা আক্তারের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন টিম জিয়ন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রেহানার বাড়িতে গিয়ে সংগঠনটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়নের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, শিক্ষক মো. আখলাকুজ্জামান, টিম জিয়ন প্রতিনিধি সাজু আহমেদ স্বপন, জালাল আহমেদ রিয়েল ও আহসান হাবীব উপস্থিত ছিলেন।

রেহানা রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান চওড়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি রিকশাচালক মো. রশিদুল ইসলামের মেয়ে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় রেহানা মোট ১৮৩.৭৫ নম্বর পেয়েছেন, যার মধ্যে লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৩.৭৫।

এ ফলাফলের ভিত্তিতে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

তবে আর্থিক সংকটের কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে আমাদের প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতেই টিম জিয়ন রেহানার পাশে দাঁড়ায়।

এই সহায়তায় পরিবারটিতে নতুন করে আশার আলো ফিরেছে। রেহানার বাবা মো. রশিদুল ইসলাম বলেন, ‘আমি টিম জিয়নের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে তাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।’

রেহানা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি কে এম রিদওয়ানুল বারী জিয়ন মহাদয়ের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদজ্ঞাপন করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা যেন শুধু অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। রেহানার মতো সংগ্রামী শিক্ষার্থীদের পাশে টিম জিয়ন আগামীতেও থাকবে।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth