৮ পৌষ, ১৪৩২ - ২২ ডিসেম্বর, ২০২৫ - 22 December, 2025

রংপুর-৩ আসন জাপার দুর্গ-দখলের চেষ্টায় সামু, বেলাল, পিয়াল

3 hours ago
24


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সদর-৩ সংসদীয় আসনে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা। গত জুলাই মাসে সর্ব প্রথম নিজেদের প্রার্থী ঘোষণা করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে গত নভেম্বরে বিএনপির প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ঘোষনা করেন তাদের প্রার্থী। প্রার্থী ঘোষণার পর থেকে আসনগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ।  জাতীয় পার্টির দুর্গখ্যাত এই আসনটি দখলে মরিয়া বিএনপি, জামাতসহ অন্যান্য দলগুলো। তবে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলছেন এই আসনে তাদের এখনও শক্তিশালী অবস্থান রয়েছে। সুস্থ নির্বাচন হলেই পাওয়া যাবে এর প্রমান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মভূমি এই রংপুর সদর-৩ আসন। জাতীয় পার্টির দূর্গখ্যাত এই আসনটি দীর্ঘদিন ধরে রয়েছে জাতীয় পার্টির একক দখলে। এবারও এই আসনটি ধরে রাখতে চায় জাতীয় পার্টি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ও সকল দলের অংশ গ্রহণের শর্তে আমরা নির্বাচন করতে ইচ্ছুক। নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি বরাবরেই মতোই ভালো করবে। অনেকে বলছে জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। এক্ষেত্রে বলবো নির্বাচন হলেই জানা যাবে কার অবস্থান কোথায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে নিজেদের অবস্থান বেশ শক্ত বলে মনে করছেন বিএনপি। দল থেকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থী বলছেন এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। বিগত বছর তারা দেখেছে একটা দল নির্বাচিত হয়ে রংপুরের কি উন্নয়ন করেছে। নিজেদের উন্নয়ন না রংপুরের উন্নয়ন করেছে। তাই এবার রংপুরের মানুষ যোগ্য প্রার্থী দেখে জবাব দেবে।

এদিকে জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল বলেন, শুধু প্রতিশ্রুতি নয় রংপুর সদর-৩ আসনের উন্নয়নে বাস্তবে রূপ দিবে জামায়াত। রংপুরের মানুষ এখন বুঝতে শুরু করেছে তারা বিগত দিনে কি ভূল করেছে। তাই তারা আর ভূল করতে চায়না। রংপুরের মানুষের ভরসা এখন জামাত।

অপরদিকে জাতীয় পার্টির দূর্গে হানা দিতে মরিয়া হয়ে উঠেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, রংপুরের আন্দোলন সংগ্রামের পাশাপাশি উন্নয়নের জন্য কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা নির্বাচিত হলেও পিছিয়ে পড়া রংপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। আমরা জনগণে সাড়া পাচ্ছি।

এদিকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী ঘোষণা করেনি এই আসনে।

রংপুরের সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, রংপুরের অবহেলিত মানুষের পাশে থাকবেন, দুর্নীতি ও বৈষম্য মুক্ত রংপুর গঠনে কাজ করবেন যিনি তাকেই ভোট দিবেন তারা।

উল্লেখ্য-রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর সদর-৩ আসন। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টির দুর্গখ্যাত এই আসনে শুধু একবারই জয় পেয়েছে বিএনপি, ১৯৭৯ সালের নির্বাচনে। এই আসনে বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৯৪ হাজার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth