রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন সংগ্রহ করলেন এনিসিপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) সদস্য সচিব আখতার হোসেন এর শাপলা কলি প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম এর নিকট থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রংপুর জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি রংপুর জেলা আহবায়ক ও রংপুর ১ আসনের মনোনীত প্রার্থী মো.আল- মামুন
জেলা যুগ্ম আহবায়ক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক এম আই সুমন,
মহানগরের সদস্য সচিব মো. আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন,
পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী রুবায়েত কবির, হারাগাছ পৌর প্রধান সমন্বয়কারী ইয়াসীর আরাফাত, সদস্য মো.শিমুল মিয়া সহ জেলা মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩৬ জুলাইয়ের লড়াকু সৈনিক, জুলাই বিপ্লবের প্রথম রাজবন্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আখতার হোসেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে নিজেকে জাতীয় নেতা হিসেবে তৈরি করেছেন। অবহেলিত কাউনিয়া পীরগাছার মানুষ, স্থানীয় উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
এনসিপি রংপুর জেলার যুগ্ম আহবায়ক আবু রায়হান, বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে কাউনিয়া পীরগাছা উপজেলার জনগণ সৎ এবং যোগ্য নেতৃত্ব হিসেবে আমাদের নেতা আখতার হোসেনকে বেছে নেওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছি।
জেলা আহবায়ক ও রংপুর -১ আসনের মনোনীত প্রার্থী মো.আল- মামুন বলেন,
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত ২৪ এর আন্দোলন রক্ত দিয়েছে। ২৪ এর আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আমাদের আখতার হোসেন এবং আমরা আন্দোলন করেছি। আমরা দেখছি জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের সহযোদ্ধাদের মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে। বর্তমানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে সেই মানুষের নেতা হিসাবে আমরা সত্যিই লজ্জিত, এবং শংকিত। শংকিত আমরা বাংলাদেশের জন্য, শঙ্কিত লাল সবুজের পতাকার জন্য, শংকিত আমরা মানচিত্রের জন্য,শংকিত আমরা সার্বভৌমত্বের জন্য। তিনি আরও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারলে, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে আখতার হোসেন ভাই নির্বাচিত হবেন।