১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

আনন্দ র‌্যালীতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

1 day ago
54


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালীতে অংশগ্রহণকালে দিনাজপুরের বীরগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আমিরুল বাহার জানান, বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির একটি আন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি থানা মার্কেট অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায়ই তিনি লুটিয়ে পড়েন শাহজাহান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজু বলেন, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তাঁর রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। রাজপথেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত এবং বাকরুদ্ধ বিএনপি পরিবার।

শাহজাহান চৌধুরীর মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth