রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী
নিজস্ব প্রতিবেদক:
রংপুর-১ আসনে (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে লন্ডন প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। ওই তালিকায় রংপুর-১ আসনের জন্য ব্যারিস্টার মঞ্জুম আলীকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, ‘রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া কামনা করছি। খুব শিগগিরই নির্বাচনী মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাকে লাঙ্গল প্রতীক দিয়ে মনোনীত করায় দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ জানান,
ব্যারিস্টার মঞ্জুম আলীকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
লাঙ্গল প্রতীককে বিজয়ী করে দলের চেয়ারম্যানকে উপহার দেওয়ার চেষ্টা করা হবে।’