১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

23 hours ago
51


নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের অংশ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি। এছাড়া গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামান, দলের সিনিয়র নেতা ও নায়েবে আমির অধ্যাপক তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি অধ্যক্ষ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম।

স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, সাবেক ভাইস চেয়ারম্যান ফসিউল আলম দুলু, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, সাবেক গঙ্গাচড়া সদর ইউনিয়ন আমির শরিফুল হুদা দুলাল, বড়বিল ইউনিয়ন আমির সোহাগ রহমান, বেতগাড়ী ইউনিয়ন আমির শাহ আলম ও গজঘন্টা ইউনিয়ন সভাপতি ফরিদ উদ্দিন সুজা।

এছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ ও অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। রংপুর-১ আসনে দলীয় প্রার্থীর বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth