দিনাজপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. সূধীর চন্দ্র শীল
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. সূধীর চন্দ্র শীল।
বুধবার বিকালে বিরল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিকরুল হক এর নিকট তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে এ আসনে দিনাজপুর জেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকারম হোসেনসহ মোট ০৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিকরুল হক নিশ্চিত করেছেন।