রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-জেনারেল) রমিজ আলমের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট রবিউল ইসলাম, কোতোয়ালি থানা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, সদর উপজেলা আমীর মাওলানা মাজহারুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, রংপুর-৩ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সংসদ গঠনে আশাবাদী।