১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

ইউটিউব দেখে শিম চাষ করে লাখ টাকা বিক্রি

22 hours ago
41


বদরগঞ্জ (রংপুর)প্রতিবেদক:

রংপুরের বদরগঞ্জে ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে শিম চাষ করে লাখ  টাকা বিক্রি করেছেন কৃষক সাইদুল ইসলাম।ভালো ফলন আর দাম বেশি হওয়ায় খুশি ওই কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে প্রচলিত কৃষিকাজে তেমন লাভ না হলেও ইউটিউবে বিভিন্ন কৃষি চ্যানেলের ভিডিও দেখে শিম চাষে উদ্বুদ্ধ হন কৃষক শহিদুল ইসলাম।

ইউটিউবে দেখা চাষাবাদ পদ্ধতি অনুযায়ী জমি প্রস্তুত, মাচা তৈরি, সার ও কীটনাশক ব্যবহারের ফলে শিমের ফলন হয় বেশি। তিনি ১২৯ শতক জমিতে চাষ করেও কয়েক মাসের মধ্যেই বাজারে শিম বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেন।

চাষি শহিদুল ইসলাম জানান, ইউটিউবের কৃষি ভিডিওগুলো না দেখলে হয়তো এত সহজে সঠিক পদ্ধতি জানা সম্ভব হতো না। এখন তার শিম স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের এলাকাতেও সরবরাহ হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৩-৪ বছর ধরে আমি এভাবে শিম চাষ করে আসছি। কম বেশি প্রতি বছরই লাভবান হচ্ছি। এ বছরও বাজারে শিমের দাম ভালো। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা দরে। এ বছরে ১২৯ বিঘা জমিতে শিম চাষ করেছি। এ পর্যন্ত খরচ হয়েছে ৪০-৪৫ হাজার টাকা। শিম বিক্রি করে পেয়েছি প্রায় দুই লাখ টাকা। এখনো গাছগুলোতে শিম রয়েছে আশা করছি ৬০-৭০ হাজার টাকার শিম বিক্রি করতে পারব।

তিনি আরো বলেন, একই জমিতে মরিচ রয়েছে, মরিচেরও ফলন ভালো হয়েছে দামও ভালো পেয়েছি। এ বছরে মরিচ বিক্রি করেছে প্রায় ৮০ হাজার টাকা। এখনো ২০ হাজার টাকার মত বিক্রি করতে পারবো। এছাড়াও আমার ১২৯ শতক জমি শিম চাষ করার কারনে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। তারা আমার জমিতে কাজ করে সুন্দরভাবে সংসার চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানের হাট খোরাজান, রামনাথপুর, গোপালপুর, মধুপুর, লোহানীপাড়া ইউনিয়নের বেশ কিছু জায়গায় আগাম জাতের শিম চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তারা সেলিনা আফরোজ বলছেন, দামোদরপুর ইউনিয়নের ওই কৃষক একই জমিতে মরিচ ও শিম চাষ করেছে। ভালো ফলন হয়েছে। চড়া দামে বিক্রি করে লাভবান হয়েছে। কৃষি বিভাগ থেকে সব সময় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ও অনলাইন মাধ্যমে কৃষি বিষয়ক জ্ঞান ছড়িয়ে পড়ায় এ উপজেলার কৃষকরা লাভবান হচ্ছেন। সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করলে শিম চাষ একটি লাভজনক সবজি হিসেবে আরও জনপ্রিয় হবে বলে তারা মনে করেন তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth