১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

গোবিন্দগঞ্জের শিয়ালগাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় শেফালি বেগম নামের এক মোটারসাইকেল আরোহী নিহত

22 hours ago
35


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিয়ালগাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় শেফালি বেগম (৪০) নামের এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার  সামপারা  ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বেজাউল হকের স্ত্রী। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান গোবিন্দগঞ্জের দিকে আসার সময়  পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নীচে পিষ্ট হয়ে আরোহী শেফালি বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকের আরোহী নিহতের কন্যা ও শিশু আহত হয়েছে। নিহতের মরদেহ ও ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth