তারাগঞ্জ ইউএনও উদ্যোগে তিনশত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থ ও দুস্থ তিনশত মানুষের মধ্যে কস্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৫টি ইউনিয়নের তিনশত শীতার্ত মানুষের গায়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন। উপজেলায় কয়েকদিন থেকে শীতের তীব্রতা বৃদ্ধির কারনে শীতার্ত দুস্থ মানুষজন শীতবস্ত্র না পেয়ে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন। অনেকেই খড়কুটো জ¦ালিয়ে শরীরে তাপ দেয়ার চেষ্টা করছেন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা প্রশাসন। এসময় আলমপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বৃদ্ধা আলোকা সেন বলেন, কয়দিন থাকি যে মান্তিলাগা ঠান্ডা শুরু হইছে হামার গাও পষাণ হয়য়া যায়। আইজ রাইতো কম্বলের গরমে মোর ঘুম কোনা ভালই ধরিবে। ইকরচালি ইউনিয়ন থেকে আসা জরিণা বেওয়া বলেন, যাই মোক কম্বল খান দেইল, তার ভাল হইবে বাবা। ঠান্ডাত কেথা গাওত দিয়া ছ্যাং ছাংগা নাগে . গরমে ধরে না। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন। ইউএনও মোনাববর হোসেন জানান, উপজেলার ৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।