১৬ পৌষ, ১৪৩২ - ৩০ ডিসেম্বর, ২০২৫ - 30 December, 2025

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বদরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

2 hours ago
21


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় রংপুরের বদরগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রংপুর ২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার এ দোয়া মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে  ওই প্রার্থীর বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন নেত্রী। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth