বদরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রাধানগর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ঢাকায় অবস্থান করে সেখানে জানাজায় শরিক হয়েছেন। স্থানীয় কিছু নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সদস্য এবং সাধারণ মুসল্লিরা গায়েবানা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।