পাটগ্রাম উপজেলা জগতবেড় ইউনিয়ন পরিষদের ছুটি ভোগ করলেও মানা হয়নি জাতীয় শোকের প্রজ্ঞাপন
পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদে মানা হয়নি মরহুমা খালেদাজিয়ার মৃত্যুতে তিন দিনের ঘোষিত রাষ্ট্রীয় শোকের সরকারি প্রজ্ঞাপন।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করেন। রাষ্ট্রীয় শোক চলাকালে জাতীয় পতাকা অর্ধনামিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কর্মকর্তা-কর্মচারীদের কালো বেশ ধারনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়ন পরিষদে মানা হয়নি সরকারি প্রজ্ঞাপন। অর্ধনমিত রাখা হয়নি জাতীয় পতাকা, উত্তোলন করা হয়নি কালো পতাকা এবং কোন কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাচ ধারণ করেনি। এই ঘটনায় বিএনপি'র সাধারণ নেতাকর্মীদের মাঝে আসলে এলাকায় ক্ষোভ বিরাজ করে। তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এবিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল বলেন, এটা মরহুমা বেগম খালেদাজিয়ার প্রতি অবমাননা স্বরুপ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।
জগতবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসক পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা হাবিবুর রহমান মন্ডল জানান, আমি নির্দেশনা দিয়েছি প্রজ্ঞাপন যথাযথ মানার জন্য কিন্তু তার সঠিকভাবে পালন করেছে কিনা জানিনা।
এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের সচিব মইনুল ইসলাম জানান, এই ইউনিয়ন পরিষদে নয়জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনে মহিলারা কাজ করেন, তারা কালো ব্যাচ ধারন করলো কি করলো না তা দেখি নাই এবং তবে জাতীয় পতাকা অর্ধ নমিতকরন ও কালো পতাকা উত্তোলনের বিষয়টি তিনি এরিয়ে যান।