২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

নীলফামারীতে হোটেলে বাসি খাবার সংরক্ষণ, জরিমানা আদায়

1 day ago
41


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্বাবধানে অভিযান পরিচালনা করে দুটি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে(৩জানুয়ারী) শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

বাসি খাবার ডীপ ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকরন পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় এই জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ঢাকাইয়া হোটেল থেকে ৭হাজার এবং মদন স্টোর থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth