সদর উপজেলাতে শীতে গবাদি পশুর রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ অফিসের কার্যক্রম শুরু
পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলাতে ঠান্ডা বাড়ার সাথে সাথে বাড়তে পাড়ে গবাদি পশুর শীতজনিত জ্বর, সর্দি, বদহজম, নিউমোনিয়াসহ নানান রোগ। এ রোগ থেকে গবাদি পশুকে রক্ষা করার পরামর্শ দিচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন। রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, ঠান্ডা ও শীতে গবাদিপশুর নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এসব রোগ থেকে গবাদিপশুকে রক্ষা করতে পুরনো কাঁথাকম্বল, ছালার চট, বস্তা, পুরনো জামা এবং যার যা আছে তাই দিয়ে শীত নিবারণের চেষ্টা করতে হবে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন বলেন, “ঠান্ডা ও শীতে গবাদি পশুর শীত জনিত জ্বর, সর্দি, কাশি, ক্ষুধামন্দা, বদহজম, ডায়রিয়া, নিউমোনিয়া, রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে সতর্কতা থাকার পরামর্শ দিচ্ছি খামারি ও কৃষকদের। গবাদি পশুগুলোকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরম কাপড় ও দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো গবাদি পশুর এসব রোগে আক্রান্ত হয় তা হলে উপজেলা প্রাণিসম্পদ অফিসকে জানাবেন। এছাড়াও যেসব গরু ও ছাগল আক্রান্ত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।