২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

ঘোড়াঘাটে বৃদ্ধা ফুলমনির সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালো বিএনপি

22 hours ago
24


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের বেলওয়া ছাতনীপাড়া এলাকার অসহায় বৃদ্ধা ফুলমনি মুরমুর মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা যুবদল। শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে তাঁর হাতে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র এবং জরাজীর্ণ ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন তুলে দেন। সহায়তা প্রদানকালে যুবদল নেতারা বলেন, ‘একজন মা হয়েও সন্তানদের অবহেলায় ফুলমনি মুরমু যে মানবেতর জীবনযাপন করছেন, সেই সংবাদটি দেখে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে তাঁর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে তাঁর প্রয়োজন অনুযায়ী এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, ফুলমনি মুরমুর চার ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউ তাঁর খোঁজ নেয় না। বর্তমানে তিনি তাঁর মৃত ছোট ছেলের ১৩ বছর বয়সী নাতি স্যামুয়েল হেমব্রমকে নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। সরকারি বয়স্ক ভাতা ছাড়া অন্য কোনো স্থায়ী আয় না থাকায় নাতিসহ এই বৃদ্ধা চরম খাদ্য ও আবাসন সংকটে ছিলেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর এই কষ্টের কথা উঠে এলে বিষয়টি নজরে আসে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের। যুবদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রাজনীতির পাশাপাশি এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় এই পরিবারটি মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় পাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth