২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

রাজারহাটে হুইল চেয়ার পেয়ে খুশি অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস

21 hours ago
29


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী বৃদ্ধ পান দোকানী আব্দুল কুদ্দুস (৭০)কে হুইল চেয়ার দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দিনা গ্রামের মৃত কাছু মামুদের ছেলে। রোববারে(৪জানুয়ারী) দুপুরে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে এ হুইল চেয়ার দেয়া হয়। রাজারহাট ইউনিয়ন পরিষদ তহবিল থেকে এ অনুদান দেয়া হয়েছে। বাড়ি থেকে দোকানে যাতায়াত করতে এ সহযোগীতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট ইউপি প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম ব্যাপারী, মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য আমজাদ হোসেন, সহিদ হোসেন, কাজল কুমার, আশরাফ আলী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবদার হোসেন। দীর্ঘপ্রতিক্ষার পর উপজেলার নির্বাহী অফিসার মো. আল ইমরানের মাধ্যমে হুইল চেয়ার পেয়ে  প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস আবেগাপ্লুত হয়ে বলেন, স্যারকে আমার অশেষ ধন্যবাদ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth