ডিমলায় পুকুরে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পুকুরে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেনের একমাত্র পুত্র মোয়াম্মার হোসেন (১৮ মাস)। পরিবার সুত্রে জানা যায়, সকাল বেলা পরিবারের অজান্তে শিশুটি বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। এক সময় সে পাশের পুকুরে অসাবধনতা বশতঃ খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়ির বাহিরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করেন। খোঁজাখুজি অবস্থায় শিশুটিকে পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং তাৎক্ষনিক নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শিশুটির বাড়িতে সহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাবা-মা একমাত্র সন্তানকে হারিয়ে ও আত্বীয় স্বজনদের আজাহারীতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।