গাইবান্ধার সাদুল্লাপুরে ৫টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩ লক্ষ টাকা জরিমানা আদায়
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে জেলা পরিবেশ কার্যালয়ের উদ্যোগে কোর্ট পরিচালনা করে মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস নামক ০৫ (পাঁচ) টি ইটভাটার মোট ২৩ লক্ষ (তেইশ লক্ষ টাকা) জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হরে এবং ইতভাটা বন্ধে নির্দেশনা প্রদান করা হয়।
৭ জানুয়ারি গত বুধবার মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: শের আলম। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: রুনায়েত আমিন রেজা, পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার, রংপুর বিভাগীয় ও গাইবান্ধা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত অভিযানে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী ও ফায়ার সার্ভিস সহযোগিতা প্রদান করেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।