বিরলে কামদেবপুর বাজারে মাদকদ্রব্য অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে কামদেব পুর বাজারে রাহাবার সমাজ কল্যাণ সংস্থা ও যুবসমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০জানুয়ারী) দুপুর ০২ টায় বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে, সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনায় শতশত তরুণ, যুবক ও স্থানীয়রা অংশগ্রহণ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার লিয়াকত আলী এর সভাপতিত্বে এজাজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রাহাবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক হোসেন, কামদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিম রেজা,০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম আলী, ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন (মেম্বার), রাহবার সমাজ কল্যাণ সংস্থা ধর্মজইন এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাহাবার সমাজ কল্যাণ সংস্থা কামদেবপুর এর সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের নিয়ে প্রতিটি গ্রামে কমিটি গঠন করে মাদক নির্মূলে সম্ভাব্য সবকিছু করা হবে। আমাদের এই এলাকাটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক ব্যবসার পাশাপাশি মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি যেভাবে কাজ করছে তার গতিশীলতা বাড়িয়ে জনগণসহ অভিভাবকদের সচেতন করার মধ্য দিয়ে মাদক অনেকটাই নির্মূল করা সম্ভব। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও র্যাবকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে এলাকার মাদক নির্মূল করা হবে।
এ সময় মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেন।
রাহাবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক হোসেন বলেন যুব সমাজ ঐক্যবদ্ধ হলে সমাজে শুধু সৌন্দয্য বর্ধনই হবে না, মাদক-ছিনতাই-রাহাজানিমুক্ত সমাজও গড়ে উঠবে। যুব সমাজের উচিত এলাকায় খেলাধূলা, বিনোদন তথা সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। যুবকদের পাশে আছে পাশে থাকবেন বলে জানান তিনি।