হারাগাছে প্রয়াত ছাত্রদল নেতা রাজার স্মরণে দোয়া মাহফিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে প্রয়াত ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজার স্মরণে সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারী) রাতে পৌর শাখা ছাত্রদলের আয়োজনে হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজার দীর্ঘ রাজনৈতিক চর্চার স্মৃতি চারণ করে হারাগাছ পৌর শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী ফয়সাল ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক, সম্পাদক নুরুল আমীূন দাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সম্পাদক মেহেদী হাসান লেলিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বুলবুল আহমেদ বুলেট, যুগ্ন আহ্বায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রশিদ, ছাত্রদলের , যুগ্ম আহবায়ক বাঁধন, সবুজ, সোহাগ, সোহেল, সদস্য রুবেল প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজা সহ বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক আনজুল হক।