২৮ পৌষ, ১৪৩২ - ১১ জানুয়ারি, ২০২৬ - 11 January, 2026

ভূরুঙ্গামারীর সোনাহাট উচ্চ বিদ্যালয়ের ৯ টি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ

17 hours ago
84


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীর সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অবৈধভাবে ৯টি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গাছ কাটার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ হলে ব্যাক ডেটে (অতিত সময়ে) অনুমোদনহীন রেজুলেশন দেখাচ্ছেন বাঁচার জন্য প্রধান শিক্ষক আলমঙগীর হেসেন। সেই লক্ষাধিক টাকার ৪০ পিচ গাছের গুড়ি সোনাহাট বাজারের পূর্ব পাশে নুরু মিয়ার ছো-মিলে পরে আছে।

অভিযোগে প্রকাশ,প্রধান শিক্ষক একের পর এক কোন কারণবিহীন বিদ্যালয়ের পরিবেশ বান্ধব গাছগুলো ক্রমাগতভাবে কর্তন করেই যাচ্ছেন। তার বিগত আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতা ও স্থানীয় প্রভাবে ধারাবাহিকভাবে গাছগুলো কর্তন করে নিজে আত্বসাৎ করেছিলেন বলে অভিযোগ সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর/২৫ ইং তারিখে বিদ্যালয়ের  প্রাঙ্গনে জীবিত ৯টি মেহগনি ও ইউক্লেপটাস গাছ কর্তন করে। সূত্রে জানা যায় স্থানীয় এক পাইকারের কাছে গাছগুলো গোপনে বিক্রি করে। এ ব্যাপারে অভিযোগ ও তদন্ত শুরু হলে তার প্রতিষ্ঠানের এক প্রাক্তন ছাত্রকে সভাপতি বানানো ছিল বিধায় তার স্বাক্ষর ব্যাক ডেটে (অতীত সময়ের) নিয়ে মনগরা রেজুলেশন লিখে রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মুঠোফোনের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭/১২/২৫ইং তারিখে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী সরেজমিনে তদন্তে আসেন। তিনি  গাছগুলো সোনাহাট বাজারের পূর্ব পাশ্বে নুরু মিয়ার ছো-মিলে দেখে গননা করে তার উদ্ধর্তন কর্মকর্তাকে জানান।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আলমঙগীর হেসেন জানান, গাছ কেটেছেন তবে লিখিত কিংবা মৌখিক অনুমতি নেননি।

সোনাহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মইনুদ্দিন জানান, প্রধান শিক্ষক আমার শিক্ষক বিধায় সরল বিশ্বাসে রেজুলেশনে স্বাক্ষর দিয়েছি। নিয়ম অনুযায়ী তিনি গাছ গেটেছেন কিনা তা আমার জানা নাই।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গাছের গুরিগুলো ছো মিলে রাখা আছে আমার উদ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছি। এ ব্যাপারে গাছ কাটার উপজেলা কমিটি ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন জানান, গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর থেকে লিখিত কিংবা মৌখিক অনুমতি নেওয়া হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth