কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
চলমান তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে অবস্থিত বন্ধন সমাজকল্যাণ সংগঠন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দ্বিতীয় ধাপে ৪০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪ টার দিকে সংগঠন প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ৩০ ডিসেম্বর সংগঠনটি ১৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সংগঠনটির এর এই উদ্যোগ অসদহায় মানুষের শীতের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রেখেছে। কনকনে এই শীতের রাতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সংগঠনটি প্রমাণ করেছে মানবতা কখনো ঘুমায় না।
এসময় সংগঠনটির উপদেষ্টা মোঃ মুরশিদুল হক বলেন, ‘অসহায় মানুষের হাসিমাখা মুখগুলো দেখে আমরা অত্যন্ত আনন্দিত। সবার ভালোবাসা ও সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে আর্তমানবতার সেবায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
শীতবস্ত্র বিতরনকালে সংগঠনটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম বলেন, “শীতের রাতে অসহায় মানুষ যেন কষ্টে না থাকে এই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
তিনি আরও বলেন , সংগঠনটি ২০২১ সাল থেকে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম,শিক্ষা বিষায়ক সম্পাদক কহিনুর ইসলাম,প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র রায়, ক্যাশিয়ার মোকলেছার রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল উদ্দিন পাটোয়ারীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বন্ধন সমাজকল্যাণ সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।