১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গঙ্গাচড়ায় ইউএনসিসির সাথে পিপিইপিপি প্রকল্পের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা

আমাদের প্রতিদিন
1 year ago
307


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় পুষ্টি কম্পোনেন্টের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর সাথে পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর (পিপিইপিপি) প্রকল্পের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে ও এফসিডিও এবং পিকেএসএফ এর অর্থায়নে ও সহযোগিতায় সোমবার সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি নাহিদ তামান্না। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা  রুহুল আমিন, উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপদেষ্টা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ আসিফ ফেরদৌস, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। পিপিইপিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ পজিরুল ইসলাম প্রকল্পের কার্যক্রম সভায় উপস্থাপন করেন। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুর রাকিব জয়, টেকনিক্যাল অফিসার (জীবিকায়ন) জিকরুল হক, মিরাজ হোসেন, কমিউনিটি মবিলাইজেশন নুরশেদা আক্তার, টেকনিক্যাল অফিসার (পুষ্টি) মাহবুবুর রহমান, ফারুক হোসেন, সহটেকনিক্যাল অফিসার (পুষ্টি) রাসেল, আয়াতুল্লাহ খমিনি, আবু জাফর মোঃ র।ফিক, সারমিন চৌধুরী সুমি, বিপুল সরকার, সহটেকনিক্যাল অফিসার (জীবিকা) রাশেদ, মাজেদ, জাকিয়া সুলতানা, মহেন্দ্র নাথ ভৌমিক, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়