১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পবিত্র রমজান উপলক্ষে রংপুরে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

আমাদের প্রতিদিন
1 year ago
257


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান উপলক্ষে রংপুর মহানগরীতে নিত্য প্রয়েজনীয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য (চিনি, মসুর ডাল, ছোলা ও সয়াবিন তৈল) বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রংপুর জলা প্রশাসনের আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া মোসলেম উদ্দিন স্কুলসহ ৩টি পয়েন্টে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন  করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়াব, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল হক, রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, রংপুর ডিলার এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলামসহ অন্যান্য অথিথিবৃন্দ। 

এ সময় রংপুর জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য যৌতিক ও সহনীয় পর্যায়ে রাখতে ৯ মার্চ থেকে সারাদেশে এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় শুরু হলো।  এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্বাবধায়নে রংপুর সিটি কর্পোরেশনসহ ৮টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ২,৮৫,৩১২ জন উপকারভোগীর মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়