গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে গাছের চারা রোপণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে বট বৃক্ষ ও নাগেশ্বর গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে চারা রোপণের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শ্যামল রায়, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, সদস্য রবি রায়, নার্সারি মালিক মন্টু বর্মন উপস্থিত ছিলেন।