১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পীরগাছায় ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তির চেক পেলো ৩০ জন শিক্ষার্থী

আমাদের প্রতিদিন
1 year ago
268


পীরগাছা (রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় শিক্ষা বিস্তার ও মানবতার সেবায় নিয়োজিত ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এই শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াজেদ-হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন।

সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, পবিত্রঝাড় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের, সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,  সাংবাদিক এম খোরশেদ আলম, অভিভাবক আবু সাঈদ, সোহেল রানা, শিক্ষার্থী সম্পা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়