১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কুড়িগ্রামে কৃষকের জমিতে বরেন্দ্র’র  খাল খনন বন্ধের দাবীতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 year ago
212


কুড়িগ্রাম অফিস:

কৃষকের জমিতে বরেন্দ্র কতৃপক্ষের খাল খনন কর্মসূচি গ্রহন করায় মানববন্ধন করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের তিন শতাধিক কৃষক। আজ  আজ বৃহস্পতিবার দুপুরে মৃত: সংকোষ নদীর খালে ঘন্টাব্যাপী মানববন্ধ করা হয়।

এসময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কৃষক মমিন মন্ডল, আব্দুল হক, আমিনুর ইসলাম প্রমুখ।

বক্তারা দাবী করেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তপক্ষ (বিএমডিএ) ইআইআরপি প্রকল্পের আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সংকোষ নদী এলাকায় ভেল্লিরকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহণী পর্যন্ত প্রায় ৬ হাজার ৯শ’ মিটার এলাকায় ৬টি প্যাকেজে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান নওগার মোসার্স খান ট্রেডার্স এবং একই এলাকার মোসলেম উদ্দিন ট্রেডার্স ১ কোটি ৫৯লাখ টাকা ব্যয়ে ৬টি প্যাকেজে খনন কার্যক্রম শুরু করেছে। এই কাজের আওতায় পরেছে স্থানীয় কৃষকদের প্রায় ৬শ’ একর নিজস্ব জমি। ব্যক্তিগত জমিতে খনন কার্যক্রম গ্রহন করায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহন করে।

এ ব্যাপারে নাগেশ^রী বিএমডিএ জোনের সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মাহবুব আলম জানান, কৃষকের জমি খননের প্রশ্নই আসে না। আমরা সরকারের জমিতে কর্মসূচি হাতে নিয়েছি। তবে অনেকে সরকারি জমি নিজ নামে দাবী করে ভোগদখল করায় তারা অভিযোগ তুলেছে। যার কোন ভিত্তি নেই। আইনগতভাবে তারা এ্সব জমির মালিক নন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়