৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

রংপুরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিডিউটের মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
1 year ago
284


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তোরণ, জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব বিষয়ে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ মে) রাতে নগরীর ক্যান্ট রোডস্থ ক্যাসপিয়া রেস্টুরেন্টে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিডিউট এই মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাজেদ  আলী বাবুল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, রংপুর প্রেসক্লাবের সভাপতি ও আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক মাহবুব রহমান, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কুড়িগ্রামের বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, সনাক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রুমানা জামান,  কমিউনিস্ট পাটি-সিপিবি নেতা রাতুজ্জামান রাতুল, সীড এনজিও নির্বাহী প্রধান সারথী রানী সাহা, রঙ্গপুর গবেষণা পরিষদের সাবেক সভাপতি হোসনে আরা মুনশি, ওয়াকার্স পার্টির নেতা অশোক সরকার, উদীচি’র সাধারণ সম্পাদক তপন চ্যাটার্জি, জেসমিন আক্তার, জেলা কৃষক দল সভাপতি আনোয়ার শাহাদত, মিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth