১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ডোমারে এমপি আফতাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

আমাদের প্রতিদিন
1 year ago
44


ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ২০২২-২৩ইং অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ ২ লক্ষ টাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৩ মে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করেন নীলফামারী-০১(ডোমার -ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেশ দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু প্রমুখ।

উল্লেখ্য যে, এমপি আফতাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুঃস্থ মেধাবী শিক্ষার্থীসহ ১ শতাধিক পুরুষ ও মহিলাদের মাঝে ২ হাজার করে মোট ২ লক্ষ টাকা বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়