১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

জনবান্ধব বাজেট না হলে ‘লাল কার্ড মিছিল’:মোমিন মেহেদী

আমাদের প্রতিদিন
1 year ago
156


খবর বিজ্ঞপ্তির:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মাটি ও মানুষের কথা ভেবে ২০২৩-২৪ অর্থবছরে জনবান্ধব বাজেট না হলে ‘লাল কার্ড মিছিল’ করবে বাংলাদেশের রাজপথে থাকা একমাত্র জনবান্ধব রাজনৈতিকধারা-নতুনধারা।

‘৫২ বছরের বাজেট কতটা জনবান্ধব ছিলো?’ শীর্ষক আলোচনা সভায়  তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারার কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ২৪ মে সকাল ১০ টায়  অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ। এসময় মোমিন মেহেদী  বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, জাতি গত ৫২ বছরে যতগুলো বাজেট পেয়েছে, সবাই লুটপাট  আর  প্রতারণার ধারাপাতা ছিলো। নতুন প্রজন্মের প্রতিনিধিরা অতিতের মত এ বাজেট প্রতারণা বা বাটপারির জন্য সাজানো  দেখতে চায় না। তারা চায় বাজেট  হবে কৃষক-শ্রমিক-নারী-শিক্ষক-শিক্ষার্থী-শিশু-যুব-ব্যবসায়ী ও পেশাজীবীবান্ধব বাজেট সুপরিকল্পনায় নির্মিত হোক।   

সর্বশেষ

জনপ্রিয়