৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

বীরগঞ্জে সাব-রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
271


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলামের প্রদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস কর্মচারী, দলিল লেখক সমিতি, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবিশবৃন্দদের আয়োজনে আজ  রবিবার (৪ জুন-২০২৩) দুপুরে অফিস প্রাঙ্গণে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার অফিসার তাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, কাহারোল উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসার অশোক কুমার বসাক, খানসামা উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসার বার্নার্ড মার্ডী, বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ করিম, কোষাধ্যক্ষ মোঃ হাসিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পদ্ম নাথ রায়। অনুষ্ঠানের উপজেলা সাব-রেজিস্টার অফিস কর্মচারী ও নকল নবিশবৃন্দরা বিদায়ী জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

প্রসঙ্গত, বীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার হিসেবে ২০১৩ সালে যোগদান করেন মোঃ জহুরুল ইসলাম। গাইবান্ধা জেলা রেজিষ্ট্রার কর্মকর্তা হিসেবে পদোন্নতি জনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth