১৫ বৈশাখ, ১৪৩১ - ২৮ এপ্রিল, ২০২৪ - 28 April, 2024
amader protidin

এক বছরে সারাদেশে ১৬৩৭৩ কৃষিযন্ত্র সরবরাহ

আমাদের প্রতিদিন
1 month ago
89


পিআইডি, রংপুর:

কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে গত অর্থবছরে সারাদেশে কৃষক পর্যায়ে ১৬ হাজার ৩৭৩টি কৃষিযন্ত্র সরবরাহ করা হয়েছে। ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় ভতুর্কিমূল্যে কৃষকদের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রের মধ্যে রয়েছে, পাওয়ার থ্রেসার ৫ হাজার ২২১টি, কম্বাইন হারভেস্টার ৩ হাজার ১৬টি, মেইজ শেলার ৪৭০টি, ড্রায়ার ১০টি, পাওয়ার স্প্রেয়ার ১২৬টি, পাওয়ার উইডার ২৯টি, পটেটো ডিগার ৮৫৬টি, রিপার ৬৮২টি, সিডার ৫৭৮৪টি ও রাইস ট্রান্সপ্লান্টার ১৭৯টি। হাওড় ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ ভর্তুকিমূল্যে এবং দেশের অন্যান্য এলাকায় ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে এসব যন্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়