২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

তারাগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

আমাদের প্রতিদিন
1 year ago
742


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫জন জয়িতাকে অনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের  আওতায় নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে অনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান, তারাগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তারাগঞ্জ বিএম কারিগরি  কলেজের অধ্যক্ষ আব্দুর হামিদ, মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান আনিছ, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রাং প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth