১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

পীরগঞ্জে সার্বজনীন শিশু দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
259


পীরগঞ্জ প্রতিনিধি :

প্রতিটি শিশুর জন্য, প্রতিটি অধিকার” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সার্বজনীন শিশু দিবস পালিত হয়েছে।  সোমবার বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর আয়োজনে অফিস হলরুমে এই দিবস পালন করা হয়।  এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর ম্যানজার পলাশ রনি মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায়, পীরগঞ্জ সিডিসি সভাপতি উম্মে কুলসুম, সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, শিশু শিক্ষার্থী অন্যন্যা রায় ও প্রহলাদ রায় প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth