গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে রোববার বিকেলে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার প্রদর্শন করা হয়। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি,উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষার্থী ও এনজিও'র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।