২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৫ ডিসেম্বর, ২০২৪ - 05 December, 2024

চিলমারীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
8 months ago
190


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে নিজ ছেলে ও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আছমা বেগম(৪৯) নামের এক নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।রোববার দুপুরে প্রেস ক্লাব চিলমারীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মোছা.আছমা বেগম। লিখিত বক্তব্যে তিনি জানান,আমার স্বামী মো.নুর আমিন(৫৮) আনুমানিক ৩বছর আগে আমার বিধবা ভাগ্নি(বোনের মেয়ে) রুবাইনা খাতুনের নিকট থেকে তার স্বামীর পেনশনের ১০লক্ষ টাকা ধার নেয়। ধারের টাকা আমার স্বামী ও সন্তানরা পরিশোধ না করায় রুবাইনা খাতুন বিভিন্ন সময়ে আমার নিকট হতে সেই টাকা চায়। আমি অনেকদিন বলার পর আমার স্বামী ১লক্ষ টাকা পরিশোধ করেন। রুবাইনা খাতুন বাকী ৯লক্ষ টাকা চাইতে গেলে টাকা নেয়ার কথা অস্বীকার করেন এবং আমাকে টাকার কথা অস্বীকার করতে বলেন। আমি টাকা গ্রহণের কথা অস্বীকার না করায় বিভিন্ন সময়ে আমার উপর স্বামী, বড় ছেলে আশরাফুল ইসলাম ঐতিহ্য ও মেঝ ছেলে আশাদুজ্জামান আপেলসহ স্বামীর আত্মীয় স্বজনরা অমানুষিক নির্যাতন চালাইতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের সাথে কথা বলায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী মারপিঠ করে শরীর ক্ষত বিক্ষত করে দেয়। এক পর্যায়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। ওই সময়ে আমার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা নিয়ে বর্তমানে আমি আমার নিজ ভাগ্নের বাড়ীতে অবস্থান করছি। এখনও নিরাপত্তাহিনতায় ভূগছেন বলে জানান আছমা বেগম। বিষয়টি নিয়ে চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মোছা.রুবাইনা খাতুন,মো.বসা মিয়া,মো.কদুল হক,মো.মোখলেছুর রহমান প্রমুখ।     

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth