রংপুর সিটির ভোট গণনা চলছে
নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ উৎসবমুখব ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। ইভিএম বিড়ম্বনার কারণে ভোটররা ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে এখনও প্রায় ২৫টির বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
ইতিমধ্যেই ১৬ টি কেন্দ্রে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৭০১ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ৩ হাজার ৩২০ ভোট ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ১৮৯০ ভোট পেয়েছেন।