পাগলাপীরে নেপিয়াল ঘাস বিক্রি বেড়েছে
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার ,পাগলাপীর সহ বিভিন্ন বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে নেপিয়াল ঘাস ও কাঁঠালের পাতা । জানা গেছে রংপুর সদর উপজেলার পাগলাপীর নামাহাট সংলগ্ন হাইওয়ে সড়কের উপরে সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারগুলোতে পশুর খাদ্য হিসেবে পরিচিত নেপিয়াল ঘাস এর ও এর সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যিক ভাবে বিক্রি করা হচ্ছে কাঁঠালের পাতা ।স্থানীয় গরু পালন, ছাগল, পালনকারীরা বলেন ঘাস ও কাঁঠালের পাতা খাওয়ালে পশু মোটা ,শক্তিশালী হয়ে উঠবে। । এ কারনে নেপিয়াল ঘাস ও কাঁঠালের পাতার চাহিদা বেশি। কয়েকজন ক্রেতা সাংবাদিককে বলেন এক মুঠো নেপিয়াল ঘাস ১০ টাকা অপর দিকে কাঁঠালের পাতা ১০ টাকা, জোড়া ২০ টাকা দরে বিক্রি করতেছেন ব্যবসায়ীরা।