২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

জাপা চেয়ারম্যান এবং সহধর্মিনীর বিরুদ্ধে হয়রানীমুক্ত মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

আমাদের প্রতিদিন
3 weeks ago
18


দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভানেত্রী তার সহধর্মিনী শরিফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। পার্টির নেতা দম্পতিকে হয়রানীমুক্ত রাখার দাবি জানিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলমের কাছে স্মারকলিপি তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, দিনাজপুর জেলা যুব সংহতির সভাপতি নাসিম খান পীরু, জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক মামুন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, কৃষক পার্টির সদস্য সচিব শাকিল আহমেদ এবং আজিম উদ্দিনসহ অন্যান্যরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth